ঢাকা Friday, 19 April 2024

নাঈমের হত্যাকারীর বিচার চাইলেন মেয়র তাপস 

প্রকাশিত: 22:54, 25 November 2021

নাঈমের হত্যাকারীর বিচার চাইলেন মেয়র তাপস 

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজছাত্র নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় হত্যাকারী গাড়িচালকের ফাঁসি চেয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সহপাঠী নিহতের ঘটনায় নগর ভবনের সামনে অবস্থান নেয় নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। 

এসময় মেয়র তাপস নাঈমের সহপাঠীদের সঙ্গে দেখা করে এ ঘটনার বিচারের দাবিতে একাত্মতা ঘোষণা করেন। একই সঙ্গে ডিএসসিসি মেয়র আশ্বাস দেন নিহত নাঈমের নামে এ বছরেই ফুটওভার ব্রিজ করবে দক্ষিণ সিটি করপোরেশন।

এর আগে সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা মেয়রের সঙ্গে দেখা করার জন্য গেট খুলে নগর ভবনের ভেতরে প্রবেশ করেন।

জানা যায়, শিক্ষার্থীদের আট দফা দাবি মেয়রের কাছে জমা দেওয়ার জন্য নগর ভবনের সামনে যান।