ঢাকা Tuesday, 16 April 2024

গাড়িচাপায় নিহত নটরডেম শিক্ষার্থী নাঈম, গ্রেপ্তার ১

স্টার সংবাদ

প্রকাশিত: 21:50, 25 November 2021

গাড়িচাপায় নিহত নটরডেম শিক্ষার্থী নাঈম, গ্রেপ্তার ১

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈমকে গাড়িচাপা দেয়ার অভিযোগে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ির মূল চালক হারুন অর রশিদ এখনো পলাতক রয়েছেন। তার বদলে ওইদিন রাসেল গাড়ি চালাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপির পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ এসব কথা বলেন।

আ. আহাদ বলেন, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ওই গাড়ির চালক নন। আমরা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করেছি। গ্রেপ্তার রাসেল জিজ্ঞাসাবাদে জানায় গাড়িটির মূল চালক হারুন।

এদিকে সহপাঠির নাইম হাসানের মৃত্যুর প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন নটরডেমের শিক্ষার্থীরা। সকালে নটরডেম কলেজের সামনে থেকে মিছিল বের করে তারা। এটি শাপলা চত্বরে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। পরে গুলিস্তান হয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে নাঈমের নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা জানান, বিচারের দাবিতে আমরা গুলিস্তানে সড়কে অবস্থান নেব। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। একই দাবিতে রাজধানীর ফার্মগেট ও উত্তরায়ও বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৭) হাসান নিহত হন।