ঢাকা Tuesday, 16 April 2024

মহাখালী নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে গাড়ির ধাক্কা, নিহত ২

স্টার সংবাদ

প্রকাশিত: 20:33, 23 November 2021

মহাখালী নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে গাড়ির ধাক্কা, নিহত ২

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের পিলারে একটি গাড়ির ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাওয়া কনভেনশন সেন্টারের সামনে ঘটে এ দুর্ঘটনা।

জানা যায়, মিতুসুবিসির আউটল্যান্ডার মডেলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালী ফ্লাইওভারের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগলে এতে গাড়ির সামনের সিটে থাকা দুই তরুণ মারা যায়।

এ ঘটনায় রাজধানীর কাফরুল থানার ডিউটি অফিসার এসআই মো. আনিস গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে গাড়ির চালককে পেছনে বসিয়ে দুই তরুণ সামনের সিটে বসেছিলেন। এদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিলেন। মৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক আহমেদের ছেলে ওমর আইমান এবং অপরজন ফাহমিদ আহমেদ রায়হান। গাড়িটি রায়হানের। সম্ভবত তিনিই গাড়ি চালাচ্ছিলেন। আর আহত হওয়া গাড়ির চালক এখন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গাড়িটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন তারা। এক পর্যায় গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ সিএমএইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।