ফাইল ছবি
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের প্রধান বিমানবন্দর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখানে কোনো বিমান ওঠানামা করছে না।
সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
সূত্র জানায়, ফ্লাইট চালুর বিষয়ে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, আপাতত ছয় ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। তিনি জানান, সেখানকার ইমিগ্রেশনের সব পুলিশ সদস্যসহ অন্যান্য সব বিভাগের লোকজন চলে গেছেন। শুধু বিমান বাহিনীর সদস্যরা ছাড়া সেখানে আর কেউ নেই। ফলে বিমানবন্দরের সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
আগে দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন টানা ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। সেনাবাহিনীর সহযোগিতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা রয়েছে, যা আজকালের মধ্যেই গঠন হবে বলে জানা গেছে।