ঢাকা Monday, 09 September 2024

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

স্টার সংবাদ

প্রকাশিত: 16:06, 5 August 2024

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

ফাইল ছবি

পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগষ্ট) দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থক ও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। দুইবারের প্রধানমন্ত্রী, যার বর্তমান মেয়াদ ২০০৯ সালে শুরু হয়েছিল, তিনি একটি সামরিক হেলিকপ্টারে রাজ্যের রাজধানী ঢাকা ছেড়েছিলেন এবং ভারতের একটি নিরাপদ স্থানে যেতে পারেন।

৭৬ বছর বয়সী তার ছোট বোন শেখ রেহানার সাথে রয়েছেন। এরই মধ্যে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা চালিয়েছে, স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দেখা যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য ৪৫ মিনিটের আলটিমেটাম দিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।