ছবি : সংগৃহীত
কারফিউ ভেঙে ধীরে ধীরে রাজধানীর শাহাবাগে জড়ো হচ্ছে লাখো মানুষ। নগরীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হচ্ছে শাহাবাগে। এর আগে সোমবার (৫ আগস্ট) সকাল থেকে উত্তরা, যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে ধীরে ধীরে শাহাবাহ অভিমুখী হতে থাকে।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেয়ার কথা থাকলেও তা এক ঘণ্টা পিছিয়ে বিকেল তিনটায় নেয়া হয়।
বিষয়টি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তারা বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে দুইটার দিকে জানা যায়।
এদিকে দুপুর দুইটা নাগার রামপুরা, কাকরাইলসহ বেশ কিছু স্থানে সেনাবাহিনী তাদের নিরাপত্তা বেষ্টনী তুলে দেয়। এতে ছাত্ররা আনন্দ মিছিল করে।