ঢাকা Monday, 09 September 2024

সেনাপ্রধানের বক্তব্য পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ

স্টার সংবাদ

প্রকাশিত: 14:16, 5 August 2024

সেনাপ্রধানের বক্তব্য পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বেলা ৩টায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে আইএসপিআর থেকে জানানো হয়েছিল,  সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশে বক্তব্য প্রদান করবেন। পরবর্তীকালে সেই সময় এক ঘণ্টা পেছানো হয়েছে।

এদিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে।