ঢাকা Monday, 09 September 2024

সুনসান গাবতলী-শনির আখড়া, আমিনবাজার সেতু বন্ধ

স্টার সংবাদ

প্রকাশিত: 11:02, 5 August 2024

সুনসান গাবতলী-শনির আখড়া, আমিনবাজার সেতু বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এসময়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীরা আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করার জন্য সবাইকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। এজন্য ঢাকার সবগুলো প্রবেশপথে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে আমিনবাজার সেতু।

সোমবার সকাল থেকে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার সেতু এলাকা ঘুরে দেখা যায়, চারদিক সুনসান। রাস্তা ফাঁকা। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। মাঝে মাঝে কিছু মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত রিকশার দেখা মিলছে। গাবতলীর চিরচেনা রূপ নেই। বাস কাউন্টারগুলোর বন্ধ। 

আমিনবাজার সেতু এলাকায় গিয়ে দেখা যায়, অনেকগুলো ট্রাক উভয় পাশের রাস্তার ওপর সারি করে রেখে দেয়া হয়েছে। কাউকে সেতু পার হতে দেয়া হচ্ছে না। দেখে মনে হবে যেন কোনো ট্রাক টার্মিনাল। 

গাবতলীতে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমিনবাজার সেতু বন্ধ করে রাখা হয়েছে। যাতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর শনির আখড়ার অংশও ফাঁকা দেখা যায়। মহাসড়কে অল্পসংখ্যক রিকশা, অটোরিকশা ছাড়া কিছুই চলাচল করছে না। লোকজনের চলাফেরাও কম। ফলে এই এলাকায়ও সুনসান। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকারের পদত্যাগের দাবি ও অসহযোগ আন্দোলনকে ঘিরে রোববার (৪ আগস্ট) ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘাত-সংঘর্ষ ও বহু সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।