ঢাকা Monday, 09 September 2024

‘লং মার্চ টু ঢাকা’ বাস্তবায়নে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান

স্টার সংবাদ

প্রকাশিত: 10:46, 5 August 2024

‘লং মার্চ টু ঢাকা’ বাস্তবায়নে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৫ আগস্ট) বেলা ১১টার মধ্যে শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। 

রোববার (৪ আগস্ট) বিকালে তিনি ফেসবুক আইডিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

সেখানে তিনি লেখেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নেবে বেলা ১১টা থেকে। শহিদ মিনারে ১১টা থেকে সবাই জড়ো হবেন।

আসিফ মাহমুদ বলেন, শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত ঘোষণা দেয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ শিরোনামে ঢাকায় সোমবার সমাবেশ করার কথা তাদের।