ঢাকা Monday, 09 September 2024

চার মরদেহ নিয়ে শহীদ মিনারে আন্দোলনকারীদের স্লোগান

স্টার সংবাদ

প্রকাশিত: 19:29, 4 August 2024

চার মরদেহ নিয়ে শহীদ মিনারে আন্দোলনকারীদের স্লোগান

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘর্ষে নিহত চারজনের মরদেহ নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গেট থেকে বিক্ষোভকারীরা ওই চারজনের মরদেহ একরকম ছিনিয়ে নিয়ে যান। 

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নিহত চারজনের মরদেহ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে তারা রাজধানীর শাহবাগ যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় আন্দোলনকারীরা তাদের ঘোষিত এক দফা ও হত্যার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ থানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে কয়েকশ আন্দোলনকারী অবস্থান করছিলেন।