চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ঢাকাসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে। তবে এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা।
রোববার (৪ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউর বিষয়টি জানানো হয়। এরপর বিকেল ৪টায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা ফেসবুকে কারফিউ প্রত্যাখ্যানের কথা জানান।
আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না। সেজন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো।’
আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
তিনি আরো লেখেন, ‘সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে - আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে - দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে।’