ঢাকা Monday, 09 September 2024

সোমবার থেকে টানা তিনদিন সাধারণ ছুটি 

স্টার সংবাদ

প্রকাশিত: 18:21, 4 August 2024

সোমবার থেকে টানা তিনদিন সাধারণ ছুটি 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ জুলাই) থেকে টানা তিনদিন, অর্থাৎ ৫,৬ ও ৭ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

রোববার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে এই আন্দোলন ঘিরে গত জুলাই মাসে কয়েকদিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরবর্তীকালে আরো কয়েক দিন সীমিত সময় অফিস-আদালত খোলা হয়। একসময় পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে এলে পূর্ণ সময় অফিস খুলে দেয়া হয়। 

এদিকে সারাদেশে সংঘাত-সংঘর্ষের ঘটনায় আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। এই কারফিউ জারির পর ঘোষণা করা হলো সাধারণ ছুটি। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে এই ছুটি দেয়া হয়েছে। ছুটির শর্তগুলো আগের ছুটির মতোই। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতার বাইরে থাকবে। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। 

এর আগে সরকার গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে। ওই সময় প্রথমে দুইদিন - ২১ ও ২২ জুলাই - সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তা বাড়ানো হয়। একপর্যায়ে কয়েক দিন সীমিত সময়সূচিতে অফিস চলে। তারপর ৩১ জুলাই থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস শুরু করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে। তারা রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এ নিয়ে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।