ঢাকা Monday, 09 September 2024

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীর মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 16:58, 4 August 2024

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর ঝিগাতলা এলাকায় গুলিতে আব্দুল্লাহ সিদ্দিকি (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএ ২য় বর্ষের ছাত্র।

রোববার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে ঝিগাতলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জহিরুল ইসলাম জানান, তারা আন্দোলনে অংশ নিতে ঝিগাতলা জড়ো হয়েছিলেন। সেখানে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ সরকার দলীয় নেতাকর্মীরা গুলি ছোড়ে। এতে সিদ্দিকির বুকের মাঝ বরাবর একটি গুলিবিদ্ধ হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

বন্ধুরা জানান, সিদ্দিকির বাসা সূত্রাপুরের রায় সাহেব বাজার এলাকায়। বাবার নাম আবুবক্কর বাবু।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।