বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকেই উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের তুমুল সংঘর্ষ শুরু হয়। এখনো সংঘর্ষ চলছে।
এদিকে, অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি। সড়কে মাঝে মাঝে বাসের দেখা মিললে তাতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।
একদফা দাবিতে রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত এ কর্মসূচির প্রভাব রাজধানীর সড়কে দেখা গেছে। তবে স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করে। তারা জানায়, শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়।