ঢাকা Tuesday, 05 December 2023

রাজধানীতে ৩ বাসে আগুন

স্টার সংবাদ

প্রকাশিত: 20:08, 20 November 2023

রাজধানীতে ৩ বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার (২০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রথমে মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। 

পরে বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের গলিতে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এখানে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। 

পুলিশ জানায়, মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা সোনালী ব্যাংকের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সবশেষ বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পল্টন এলাকায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসটি সদরঘাট থেকে মিরপুরের দিকে যাচ্ছিল।