
ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, আগুনের সংবাদ পেয়ে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।