ঢাকা Tuesday, 05 December 2023

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

স্টার সংবাদ 

প্রকাশিত: 12:28, 26 September 2023

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি ৬৪ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ২ হাজার ৫১২ পিস ইয়াবা, ১৫ কেজি ৭০ গ্রাম গাঁজা ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।