ঢাকা Tuesday, 05 December 2023

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার নিয়ে ইসির নির্দেশনা

স্টার সংবাদ

প্রকাশিত: 20:52, 25 September 2023

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার নিয়ে ইসির নির্দেশনা

নির্বাচনের সময় শর্তসাপেক্ষে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নীতিমালা জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। 

এ বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানান, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া হবে। মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

এর আগে চলতি বছর এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেলে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আপত্তি জানালে কয়েক দফা বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে নির্বাচন কমিশন।

গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) নীতিমালা সংশোধনে সই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বর্তমানে এই নীতিমালা জারির প্রস্তুতি চলছে ইসি সচিবালয়ে।