
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এর আগে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বহুতল এই ভবনের অষ্টম তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সেল জানায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে। অগ্নিনির্বাপণকর্মীদের নিরলস চেষ্টা প্রায় পৌনে এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।