
রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মতিঝিলে সেনা কল্যাণ ভবনে রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ আসে। এমন খবরে চারটি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় আগুন লাগে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।