ঢাকা Wednesday, 04 October 2023

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প

স্টার সংবাদ

প্রকাশিত: 13:29, 17 September 2023

আপডেট: 17:11, 17 September 2023

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। গুগল বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার বেলা ১২টা ৫০ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের সখিপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ২। ঢাকা থেকে ৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার। ভূমিকম্পটির ধরন ছিল হালকা।

এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে রাজধানীসহ সারাদেশে গত ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৩১ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫।