ঢাকা Saturday, 20 April 2024

সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 10:11, 4 June 2023

সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

ছবি : ইন্টারনেট

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ১৪ জন হজযাত্রী। যারমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯০৮৯ হজযাত্রী ও বেসরকারিভাবে ৪০,৯২৫ জন। এরমধ্যে মক্কায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের নাম আলী হোসাইন (৬৭)। পাসপোর্ট নম্বর A07153737।

শনিবার (৩ জুন) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, শনিবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।