ঢাকা Friday, 29 March 2024

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৪

স্টার সংবাদ

প্রকাশিত: 18:12, 23 March 2023

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় শনাক্ত হয়েছেন আরো ৪ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৮৬ জনে। একই সময় করোনায় আর কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা যা ছিল (২৯ হাজার ৪৪৫ জন) তাই অপরিবর্তিত থাকল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭৪৬ জন। ২৪ ঘণ্টায় ১৯৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।