
ফের বাড়ছে শীত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে কোথাও কোথাও বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।
বুধবার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মাঘের দ্বিতীয়ার্ধ চলছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত-দিনের তাপমাত্রার পার্থক্য ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে কোনো কোনো এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
চলতি মৌসুমে এরই মধ্যে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। জানুয়ারির প্রথমার্ধে টানা কয়েক দিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করে। ২০ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন, ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
এদিকে সময় গড়িয়ে মাঘের মাঝামাঝিতে কয়েকদিনের আবহাওয়া তুলনামূলক উষ্ণ ছিল। তবে বুধবার থেকে ফের শীতের ভাব বেড়েছে। এরই মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে কিছু এলাকায় শীতের অনুভূতি বাড়তে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।