ঢাকা Friday, 19 April 2024

আশুগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র চালু

স্টার সংবাদ

প্রকাশিত: 20:08, 27 November 2022

আশুগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র চালু

দেশে  অতিরিক্ত লোডশেডিং কমাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার ফলে জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

শনিবার (২৬ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আজ থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে। এবং জাতীয় গ্রিডে যুক্ত হলো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। দারুণ এ অর্জনের সাথে যারা যুক্ত ছিলেন আছেন, সবাইকে অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন!’

বিদ্যুৎ সংকটে চলতি বছলের ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করে সরকার। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রতিদিন এলাকাভিত্তিক এক ঘণ্টা করে শিডিউল প্রকাশ করে।

তবে শিডিউলের বাইরেও অতিরিক্ত লোডশেডিংয়ের অভিযোগ করে আসছেন গ্রাহকরা। সম্প্রতি লোডশেডিং কিছুটা কমেছে বলে জানা গেছে।