ঢাকা Friday, 19 April 2024

‘স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয় জিয়া’

স্টার সংবাদ

প্রকাশিত: 22:45, 25 November 2022

আপডেট: 22:46, 25 November 2022

‘স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয় জিয়া’

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৫ আগস্টের পর মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চালু শুরু হয়। পাক হানাদারদের দোসরদের ক্ষমতায় বসিয়েছিল জিয়া। এছাড়া, বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধে আইন করেছিল জিয়া।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার পর অবৈধভাবে হত্যা-ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার পালাবদল শুরু হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিকে যুক্তরাষ্ট্র লালন পালন করলেও এখন মানবাধিকার নিয়ে কোনো রা নেই, যা দেখলে অবাক লাগে।

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও সম্মেলনে বলেন সরকারপ্রধান।

এর আগে, বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে যোগ দেন সরকারপ্রধান। এরপর বেলুন ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও উপস্থিত আছেন।