ঢাকা Friday, 19 April 2024

১০ আঙুলের ছাপ না থাকলে ভোট দেয়া যাবে না : ইসি

স্টার সংবাদ

প্রকাশিত: 21:49, 24 September 2022

আপডেট: 22:01, 24 September 2022

১০ আঙুলের ছাপ না থাকলে ভোট দেয়া যাবে না : ইসি

ছবি: প্রতীকী

১০ আঙুলের ছাপ না থাকলে আগামী নির্বাচনে ভোট দেয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারিতে নতুন করে আঙুলের ছাপ নেয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানান সাংবাদিকদের এনআইডির ডিজি এ কে এম হুমায়ূন কবীর।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট আপডেট করবে ইসি। যারা ১০ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেয়া হবে।

আগামী বছরের ডিসেম্বরে কিংবা এর পরের বছর জানুয়ারিতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। এরই অংশ হিসেবে ১৫০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি।