ঢাকা Friday, 19 April 2024

আনারকলিকাণ্ডে তদন্ত শুরু পররাষ্ট্র মন্ত্রণালয়ের

স্টার সংবাদ

প্রকাশিত: 23:42, 3 August 2022

আনারকলিকাণ্ডে তদন্ত শুরু পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বিষয়ে তদন্ত শুরু করেছে সরকার। বুধবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসফি বিনতে সামসকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে আনারকলির কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আনারকলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। কূটনৈতিক দায়িত্ব থেকে আনারকলিকে ফেরত আনার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও তাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ফেরত আনা হয়।

উল্লেখ্য, বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা রাখার অভিযোগে নাইজেরিয়ান বন্ধুসহ আটক হন বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলি। প্রায় ২৪ ঘণ্টা তিনি বন্দি ছিলেন ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কূটনৈতিক প্রচেষ্টায় বিশেষত ইন্দোনেশিয়া সরকারের বদান্যে তিনি মুক্তি পান।