ঢাকা Saturday, 20 April 2024

মমতার মন্ত্রিসভায় রদবদল, যুক্ত হলো ৮ নতুন মুখ

স্টার সংবাদ 

প্রকাশিত: 22:54, 3 August 2022

আপডেট: 01:47, 4 August 2022

মমতার মন্ত্রিসভায় রদবদল, যুক্ত হলো ৮ নতুন মুখ

অবশেষে মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৮ জন নতুন মন্ত্রী স্থান পেয়েছেন। নতুন আট মন্ত্রীর মধ্যে রয়েছেন, উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী এবং সত্যজিৎ বর্মন। তাঁরা রাজ্যপাল লা গণেশনের কাছে ধাপে ধাপে শপথ নিতে শুরু করেছেন।

এমন এক সময়ে মন্ত্রিসভা রদবদল করেছে যখন টিএমসি দলীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির কারণে অনেকটাই প্রশ্নের মুখে মমতা সরকার । শিক্ষক কেলেঙ্কারিতে উঠে এসেছে পার্থ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। দুজনেই বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন।

ইডি-র পদক্ষেপের পর মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি তার মন্ত্রিসভায় কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করতে পারেন। ২০২১ সালে সরকার গঠনের পর এটি মমতার প্রথম মন্ত্রিসভা পরিবর্তন।