ঢাকা Friday, 29 March 2024

মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানায় অগ্নিকাণ্ড

স্টার সংবাদ 

প্রকাশিত: 18:58, 4 July 2022

মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও মেঘনা শিল্পাঞ্চলের আরও ১১ ইউনিট ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে কার্টন তৈরির কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, সোমবার সকাল ৮টার দিকে মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও মেঘনা শিল্পাঞ্চলের আরও ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনি বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে।