ঢাকা Saturday, 20 April 2024

সৌদিতে মারা গেছেন আরো ২ বাংলাদেশি হজযাত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 02:21, 2 July 2022

সৌদিতে মারা গেছেন আরো ২ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে হজ করতে গিয়ে আরো দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তারা হলেন - রাজধানীর বাড্ডার বাসিন্দা মোসা. ফাতেমা বেগম ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে মক্কায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর বাংলাদেশের নয়জন হজযাত্রী মারা গেলেন। 

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে গিয়ে মারা যাওয়া অন্য সাত বাংলাদেশি হলেন - টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালীর নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

চলতি বছর এখন পর্যন্ত ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮৬ জন।