ঢাকা Wednesday, 24 April 2024

রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

স্টার সংবাদ 

প্রকাশিত: 20:05, 22 January 2022

আপডেট: 20:06, 22 January 2022

রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই সংসদে উঠছে  বহুল আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’। রোববার সংসদে তুলে আইনমন্ত্রী আনিসুল হক খসড়া আইনটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন বলে জানা গেছে । 

সংসদ সচিবালয় থেকে প্রকাশিত রোববারের সংসদের দিনের কর্সসূচি থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পর সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে।  

জানা গেছে, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য বিলটির সময় খুব কম দেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশন এর আলোকে নিয়োগ করা হবে।