ঢাকা Thursday, 18 April 2024

চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

স্টার সংবাদ

প্রকাশিত: 22:47, 21 January 2022

আপডেট: 01:26, 22 January 2022

চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ১৪ মিনিটে এ ভূকম্পন হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।  

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আইজল শহর থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং মিয়ানমারের ফালাম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তরপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। অবশ্য এর আগে ইএমএসসি জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পটি মাত্রা ছিল ৫ দশমিক ১। 

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

ভূমিকম্পটির উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে হলেও চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্বের এলাকাগুলোতে তা অনুভূত হয়েছে। তাৎক্ষণিক এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।