ঢাকা Sunday, 24 September 2023
রাজধানীর মহাখালীতে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় ১১ থেকে ১৪ বছরের অজ্ঞাত তিন পথশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মা-বাবা আর বোন মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। তাদের সঙ্গে ছিল সাত মাসের হোসাইনও। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে সে। পুরো পরিবার হারিয়ে তার এই বেঁচে থাকার কষ্ট বোঝার বোধটুকু হয়নি এখন ছোট্ট শিশুটির।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করার ওপর ফের জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপকালে এই মনোভাবের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে অথবা যে কোনো দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশে ফিরবেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
রাজধানী ঢাকাসহ দেশের ১৮ জেলায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা আরো বহুগুণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন।
রাজধানীর মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ পর্যবেক্ষণের জন্য যদি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল না আসে তাতে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বাজেট সংকটের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জোটটি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
জলবায়ু সংকট এড়াতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আশা করি বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তন এবং আসন্ন সংকট এড়াতে তাদের ন্যায্য অংশীদারীত্বের বিষয়ে সৎ থাকবে।’ বুধবার জাতিসংঘ সদর দফতরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চেম্বারে ‘জলবায়ু ন্যায়বিচার প্রদান’ শীর্ষক জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা শীর্ষ সম্মেলনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
Starsangbad