ঢাকা Friday, 29 March 2024

দইয়ের সঙ্গে যা খাবেন না 

লাইফস্টাইল ডেস্ক 

প্রকাশিত: 21:30, 17 October 2021

দইয়ের সঙ্গে যা খাবেন না 

আম-দই খেতে অনেকেই পছন্দ করেন। আমের গন্ধযুক্ত দই সারাবছরই কিনতে পাওয়া যায়। এসব দইয়ে অবশ্য আসল আম থাকে না। মেশানো হয় আমের সুবাস। এই আম-দই যতই জনপ্রিয় হোক না কেন, দইয়ের সঙ্গে আসল আম মিশিয়ে খেলে হতে পারে সমস্যা। আপাতভাবে কিছু টের না পাওয়া গেলেও দীর্ঘদিন দই এবং আম একসঙ্গে খেলে অন্ত্রে ঘা হতে পারে।

তবে শুধু আমই নয়, এমন বেশ কয়েকটি খাবার রয়েছে, যা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। তবে চলুন জেনে নেয়া যাক কী কী খাবার খাওয়া যাবে না দইয়ের সঙ্গে -

১. মাছ এবং দই একসঙ্গে খাওয়া উচিত নয়। কিছু কিছু খাবার হজম করতে দই সাহায্য করে। কিন্তু সেই তালিকায় মাছ নেই। বরং মাছ খাওয়ার পর দই খেলে হজমের সমস্যা হতে পারে।

২. অতিরিক্ত তেল জাতীয় খাবার খাওয়ার পরও দই খাওয়া উচিত নয়। পেটের গণ্ডগোল হতে পারে।

৩. পেঁয়াজ খাওয়ার পরে দই একেবারেই নয়। পেঁয়াজ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আর দই কমায়। দুটি খাবার একসঙ্গে খেলে শরীর খারাপ হতে পারে।

৪. শুনতে অদ্ভুত লাগলেও দই এবং দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়। তাহলেও হজমের সমস্যা হতে পারে।