ঢাকা Saturday, 20 April 2024

সহজে শার্টের কলার পরিষ্কারের টিপস 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: 22:23, 4 September 2021

সহজে শার্টের কলার পরিষ্কারের টিপস 

সাদা বা হালকা রঙের শার্ট গরমে বেশ আরামদায়ক। কিন্তু তার কলারে নোংরা জমলে তুলতে বেজায় ঝামেলা। ওয়াশিং মেশিনে কাচলেও কলারের দাগ বেশির ভাগ সময়ে একই রকম থেকে যায়। ঘাম জমে নোংরা বসে গেলে হাত দিয়ে ঘষলেও সহজে উঠতে চায় না। আর দিনের পর দিন যদি নোংরা শার্টই ফের পরেন, তাহলে নতুন করে নোংরা জমে দাগ তোলাই অসম্ভব হয়ে পড়বে। 

কী করে তুলবেন এই দাগ?

লেবুর রস

শার্টের কলারে লেবুর রস লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। এরপর সাবান-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

টুথব্রাশ

কাপড় কাচার গুঁড়ো বা তরল সাবান কলারে লাগিয়ে নিন। তারপর জামাটি গরম পানিতে ভিজিয়ে রাখুন। এবার পুরনো কোনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা তুলে ফেলুন। শেষে ঠান্ডা জলে ধুয়ে নিন।

বেকিং সোডা

প্রথমে শার্টটি পানিতে ভিজিয়ে রাখুন। তারপর দাগের ওপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছড়িয়ে নিন। একটি নরম ব্রাশ দিয়ে দুই মিনিট ঘষুন। ন‌োংরা উঠে যাবে।

বাসন মাজার সাবান

যে তরল সাবান দিয়ে বাসন মাজা হয়, তা পোশাকের নোংরা দাগও তুলে দিতে পারে। সামান্য সাবান কলারে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ভালো করে পারি দিয়ে কেচে নিন। কলারের দাগ উঠে যাবে।