ঢাকা Friday, 29 March 2024

সঙ্গীর কাছে যেসব কথা বলতে মানা

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 18:34, 4 February 2023

আপডেট: 18:52, 4 February 2023

সঙ্গীর কাছে যেসব কথা বলতে মানা

একটি সম্পর্কে থাকতে হবে বিশ্বাস, ভরসা, পারস্পরিক সম্মান ও ভালোবাসা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বচ্ছতা। সঙ্গীকে মনের কথা সব বলতে পারলে বুঝবেন সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। তবে সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য কিছু কথা গোপন রাখাও ভালো। সম্পর্কে ভারসাম্য রাখতে হয়।

যে কথাগুলো সঙ্গীকে না বলাই ভালো-

এমন অনেক কিছু থাকে, যা একান্ত প্রিয় মানুষটিকে বলতেও অস্বস্তি হয়। আপনার যদি মনে হয়, যে অভ্যাসটিতে আপনি স্বচ্ছন্দ হলেও প্রকাশ্যে বলতে অস্বস্তি হচ্ছে, তা হলে না বলাই ভালো।

হতেই পারে আপনার স্বামী কিংবা স্ত্রীর বাড়ির কোনো সদস্যকে আপনার পছন্দ নয়। সেটা সঙ্গীকে বলতে যাবেন না। আপনি আলাদা মানুষ। আপনার নিজস্ব কিছু পছন্দ-অপছন্দ থাকবে। সেটাই স্বাভাবিক। কিছু কথা নিজের ভেতর চেপে রাখা ভালো।

অনেকে মাঝে মাঝে সঙ্গীর সঙ্গে প্রাক্তনের কথা বলতে গিয়ে প্রাক্তনের ভালো দিকগুলো বলে ফেলেন। বাইরে থেকে বুঝতে না পারলেও হয়তো আপনার সঙ্গীর মনে এগুলোই খারাপ লাগার জন্ম দিচ্ছে। তাই এড়িয়ে চলুন।

আপনার টাকা আপনি কোন কোন খাতে খরচ করছেন, তা সঙ্গীকে জানানো জরুরি নয়। এটাও সমস্যা করতে পারে।