ঢাকা Friday, 19 April 2024

খুশকি সমস্যার সহজ সমাধান

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: 19:03, 16 November 2022

আপডেট: 19:04, 16 November 2022

খুশকি সমস্যার সহজ সমাধান

শীতে ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। এতে করে আমাদের শরীরের চামড়ার সঙ্গে মাথার চামড়াও উঠে যার ফলে শুরু হয় খুশকির সমস্যা। কিন্তু শ্যাম্পুর করলেও শীতের সময় খুশকি যেন কোনোভাবেই দূর হতে চায় না। সেক্ষেত্রে ঘরোয়া উপায়ে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।

 ঘরোয়া পদ্ধতিগুলোঃ

আদা আর লেবুর রসঃ  একটি বাটিতে আদা আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালোভাবে মাথায় লাগিয়ে কিছুক্ষণের জন্য শুকাতে দিন।এরপর শ্যাম্পু করে নিন।

টকদইঃ  টকদই একটি বাটিতে ভালোভাবে ফেটিয়ে নিন। চুলের গোড়ায় মিশ্রণটি লাগিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। মাথা শুকিয়ে গেলে ভাল করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

ভিনেগারঃ অ্যাপেল সিডার ভিনেগার খুশকির জন্য বেশ ভালো কাজ করে। অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে পানি মিশিয়ে তা আধাঘণ্টা মাথায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন।

বেকিং সোডাঃ  বেকিং সোডার সঙ্গে একটু পানি মিশিয়ে নিন। এবার চুলের গোড়ার আঙুল দিয়ে ভাল করে তা লাগিয়ে নিন। শুকিয়ে গেলে তা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে তিনদিন এভাবে মিশ্রণটি মাথায় লাগালে খুশকি দূর হবে।