ঢাকা Saturday, 20 April 2024

চুলের যত্নে মেহেদি ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: 18:19, 10 November 2022

চুলের যত্নে মেহেদি ব্যবহার

চুল ভালো রাখতে যেসব উপাদান ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম হলো মেহেদি। যুগ যুগ ধরেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এই মেহেদি। নানাবিধ গুনে সমৃদ্ধ এই ভেষজটি ঝলমলে চুলের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে চুল রঙ করতে পারে। সুন্দর ও সুস্থ চুল পেতে চাইলে মাহেদির প্যাক ব্যবহার করতে পারেন। মাসে দুই থেকে তিনবার এভাবে ব্যবহার করলে সুফল পাবেন দ্রুত।

উপকারিতা:

  • মেহেদি চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করার পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধিও।
  • মেহেদি মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে।
  • এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে থাকা বিভিন্ন জীবাণু ও খুশকির সঙ্গে লড়াই করে। ফলে দূর হয় খুশকি ও চুলকানি।
  • মেহেদি চুলের খুশকি দূর করার পাশাপাশি ত্বকের পিএইচ লেভেল ও তেল নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে । ত্বকের বাড়তি তেল দূর করতে সক্ষম এই ভেষজ।
  • কালো চুলে মেহেদি ব্যবহার করলে আরও কালো ও ঝলমলে হয় চুল।
  • সাদা চুলে ব্যবহার করলে পাওয়া যায় ঝলমলে রঙিন চুল।
  • ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলতে এই ভেষজটি বেশ কার্যকর।
  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে ও মসৃণ করে মেহেদি।