ঢাকা Friday, 29 March 2024

পাট গবেষণা ইনস্টিটিউটে দুই পদে ৯ জন নিয়োগ

জবস ডেস্ক

প্রকাশিত: 20:50, 13 April 2021

পাট গবেষণা ইনস্টিটিউটে দুই পদে ৯ জন নিয়োগ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) শূন্য পদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি পদে মোট ৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
পদ সংখ্যা: ৩টি।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-সহ ৭ বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/বিএসসি (টেক)/এমএস/এমএসসি সহ সংশ্লিষ্ট কাজে অবদানসহ ১০ বছরের অভিজ্ঞতা। ৮টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্চনীয়। উচ্চতর শিক্ষগত যোগ্যতা অগ্রাধিকারযোগ্য। 
বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা।

পদের নাম: উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
পদ সংখ্যা: ৬টি।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-সহ ২ বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/বিএসসি (টেক)/এমএস/এমএসসি সহ ৫ বছরের অভিজ্ঞতা। ৩টি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকারযোগ্য। 
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া : নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১৫ এপ্রিলের মধ্যে- মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭ ঠিকানায় সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে www.bjri.gov.bd।