ঢাকা Wednesday, 17 April 2024

আগামী সপ্তাহে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 19:53, 24 November 2021

আগামী সপ্তাহে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

আগামী সপ্তাহে কাতারে তালেবানের সঙ্গে ফের আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। সেখানে অন্যান্য বিষয়ের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে আলোচনা করা হবে। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দুই সপ্তাহ ধরে এ আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

উভয় পক্ষ ‘আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করবে।’ এসব স্বার্থের মধ্যে রয়েছে ইসলামিক স্টেট গ্রুপ ও আল-কায়েদার বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন অভিযান, মানবিক সহযোগিতা, আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি এবং ২০ বছরের যুদ্ধ চলাকালে সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা আফগান ও মার্কিন নাগরিকদের নিরাপদে আফগানিস্তানের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করবে।

দুই সপ্তাহ আগে পাকিস্তানে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেন ওয়েস্ট। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়ায় গত আগস্টে কট্টরপন্থী এ গ্রুপ দেশটির ক্ষমতা দখল করে।