ঢাকা Friday, 19 April 2024

অবশেষে মাইকে আজানের অনুমতি দিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 21:47, 12 October 2021

অবশেষে মাইকে আজানের অনুমতি দিল জার্মানি

মসজিদের মাইকে আজান দেয়া নিষিদ্ধ ছিল জার্মানিতে। অবশেষে সে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে দেশটি, অনুমতি দিয়েছে মাইকে আজান দেয়ার। তবে এই অনুমতি শুধু দেশটির কোলন শহরের জন্য, অন্য কোথাও নয়। তাও আবার শুধু শুক্রবার দুপুরে জুমার নামাজের জন্য মাইকে আজান প্রচার করা যাবে,  অন্য সময় নয়৷ 

উল্লেখ্য, কোলন শহরে জার্মানির সবচেয়ে বড় মসজিদ অবস্থিত৷

কোলন শহরের মেয়র হেনরিয়াটে রেকার জানান, মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে শহরটির মসজিদে প্রতি শুক্রবার দুপুরে জুমার নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি দেয়া হয়েছে৷ আপাতত দুই বছরের জন্য এই অনুমতি দেয়া হয়েছে, তবে তা নবায়নযোগ্য৷

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটির কেন্দ্রীয় এই মসজিদসহ সবমিলিয়ে ৩৫টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট মাইকে আজান প্রচার করা যাবে৷ মুয়াজ্জিন আজান দেয়ার সময় লাউড স্পিকারে শব্দের একটি নির্দিষ্ট মাত্রা অনুসরণ করতে হবে এবং স্থানীয় বাসিন্দাদের আগে থেকে বিষয়টি জানাতে হবে৷

দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের সমালোচনা করা হলে মেয়র হেনরিয়াটে রেকার বলেন, কোলন ধর্মীয় স্বাধীনতার শহর৷ কোলনের মূল ট্রেন স্টেশনে এলে শুরুতেই ক্যাথিড্রাল চোখে পড়ে এবং এরপর গির্জার ঘণ্টার শব্দ শোনা যায়৷ কোলন শহরের অনেক বাসিন্দা মুসলমান৷ আমার কাছে আজানের বিষয়টি সম্মান প্রদর্শনের বহিঃপ্রকাশ৷

এদিকে, জার্মানিতে ৪৫ লাখের মতো মুসলমান বসবাস করলেও ইউরোপের খ্রিস্টানপ্রধান এই দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় তারা৷