ঢাকা Wednesday, 24 April 2024

কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 19:59, 12 October 2021

কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর ডয়েচে ভেলের।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালেও ওই অঞ্চলে গুলির লড়াই চলছে বলে সেনা সূত্র জানিয়েছে। তবে গোটা এলাকা ভারতীয় সেনাবাহিনী ঘিরে ফেলেছে। ওই গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, সোমবার ভোরে পুঞ্চের সীমান্ত-সংলগ্ন ডেরা কি গলি নামে একটি গ্রামে অপারেশন চালায় ভারতীয় সেনা। দিনকয়েক আগে সীমান্ত পেরিয়ে চার-পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে বলে সেনাদের কাছে খবর ছিল। পরে সোমবার ভোরে ভারতীয় সেনারা ওই গ্রামে পৌঁছালে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। জবাবে সেনারাও পাল্টা গুলি চালায়। দীর্ঘক্ষণ লড়াইশেষে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ সেনাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে এদিনই কাশ্মীরের আরেক অঞ্চল সোফিয়ানে লস্কর-ই-তৈয়বার তিন সদস্য সেনার গুলিতে নিহত হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে। নিহত সন্ত্রাসীদের ডেরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।