ঢাকা Thursday, 25 April 2024

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 16:52, 9 October 2021

আপডেট: 17:31, 9 October 2021

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ১০

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জাজান শহরের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাজানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের বরাত দিয়ে এসপিএ জানায়, ড্রোনটি বিমানবন্দরের সামনের দিকে হামলা চালায়। এতে সম্মুখভাগের জানালা ভেঙে আহত হন অনেকে।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় আহত ১০ জনের মধ্যে ৬ জন সৌদি, ৩ জন বাংলাদেশি এবং অন্যজন সুদানী। 

হামলার শিকার ৫ জনের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। বাকি ৫ জনের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোনো গোষ্ঠীই এখনও এ হামলায় দায় স্বীকার করেনি। তবে সৌদি আরবে প্রায়ই হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এর আগে বুধবার আবহা বিমানবন্দরকে লক্ষ্য করে ছুটে আসা একটি বিস্ফোরক বোঝাই ড্রোন আটকে দেয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোটের চার কর্মী আহত হন।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠন। সেই সময় থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরকে টার্গেট করেছে বিদ্রোহীরা। শুধু বিমানবন্দর নয়, সৌদির অনেক সেনা ঘাঁটি ও তেল উত্তোলক কেন্দ্রগুলিকেও টার্গেট করেছে তারা।