ঢাকা Thursday, 25 April 2024

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 17:24, 23 September 2021

আপডেট: 21:10, 23 September 2021

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪৭ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪৭ লাখ ১৭ হাজার। এই ভাইরাসে শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি ১৯ হাজার। এ সময় পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছেন ২৩ কোটি ১৯ হাজার ৬৫১ জন। আর মারা গেছেন ৪৭ লাখ ১৭ হাজার ৭২৮ জন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জন্স হপকিন্স ইউনিভার্সিটির কোভিড-১৯ রিসোর্স সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৩৭৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮১ হাজার ১১১ জনের।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৪৯৮ জন। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে আছে প্রতিবেশি দেশটি। সেখানে মারা গেছেন ৪ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন।

মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে শনাক্ত হয়েছেন ২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৫৬৭ জন। আর মারা গেছেন ৫ লাখ ৯২ হাজার ৩১৬ জন।