ঢাকা Friday, 26 April 2024

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন শুরু

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 17:31, 22 September 2021

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় এ কার্যক্রম। এতে যোগ দেন ১০০ বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। 

গেল মহামারী করোনার কারণে ভিডিও বার্তা পাঠিয়ে জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়েছিল বিশ্ব নেতারা। এবারের অধিবেশনের মূল আলোচনার বিষয় করোনাভাইরাস ও জলবায়ু পরিবর্তন। 

এছাড়াও আফগানিস্তান, মিয়ানমার, ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ।

বিশ্বে স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন পন্থা অনুসরণের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় তিনি আরও জানান যুক্তরাষ্ট্র বিশ্বকে এরই মধ্যে করোনাভাইরাস মোকাবেলায় ১৫ বিলিয়ন ইউএস ডলার সহায়তা দিয়েছে। 

অধিবেশনের প্রথম দিন বক্তৃতা রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোসহ আরও বেশকয়েকজন বিশ্বনেতা।