ছবি : সংগৃহীত
ফিলিপাইনের রাজধানী চায়নাটাউন প্রদেশে একটি পাঁচতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্স।
শুক্রবার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দমকল বাহিনী জানিয়েছে, আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া জায়নি।
ভবনে কতজন লোক আটকা পড়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইনে গত বছরের আগস্টে একটি আবাসিক এবং গুদাম ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন মারা গিয়েছিলেন। এ ছাড়া মে মাসে রাজধানীর ঐতিহাসিক সেন্ট্রাল পোস্ট অফিস ভবনে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল।
২০১৭ সালেও দক্ষিণ দাভাও শহরের একটি শপিং মলে আগুন লেগে ৩৭ জন কল সেন্টার এজেন্ট এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন।
সূত্র : রয়টার্স