ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা শহরের শুজাইয়া এলাকার একটি স্কুলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
হামলার শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। খবর আল-জাজিরা।
কাতাভিত্তিক সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দালাল মুগরাবি স্কুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত জুলাই মাসে নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিল ২৫ জন।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩৯ হাজার ৪৮০। এই হামলায় অন্তত ৯১ হাজার ১২৮ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস নজিরবিহীন হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম হামলা চালাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।