
ছবি : আল জাজিরা ভিডিও
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে শনিবার (১৮ নভেম্বর) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ আক্রান্ত স্কুলটি পরিচালনা করে থাকে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, উত্তর গাজার বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ার আল-ফাখুরা স্কুলে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়া অসংখ্য মানুষ আহত হয়েছে।
হামলার পর আল জাজিরায় লাইভ সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্কুলটি প্রায় গুঁড়িয়ে দেয়া হয়েছে। চারদিকে ধ্বংসস্তূপ। এর মধ্যে আহত-নিহতদের নিয়ে ছোটাছুটি করছেন স্বজন ও উদ্ধারকারীরা। বিভিন্ন স্থানে অনেকের মরদেহ পড়ে আছে।
জানা গেছে, এই স্কুলটিতে ‘শত শত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পরপর আল জাজিরা জানিয়েছিল স্কুলটিতে অন্তত ২০০ জন নিহত হয়েছে। তবে পরবর্তীকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।
জাবালিয়া শরণার্থী শিবির অত্যন্ত ঘনবসতিপূর্ণ। কিন্তু সম্প্রতি ইসরায়েলি বাহিনীর নির্দেশে এখানকার অনেকে গাজা উপত্যকার দক্ষিণে পালিয়ে গেছেন। অন্যরা নিরাপদ আশ্রয় না পেয়ে জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শরণার্থীরা মনে করেছিলেন, যেহেতু এটি জাতিসংঘ পরিচালিত স্কুল, তাই হয়তো এখানে কোনো হামলা হবে না। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে হামলা চালালো ইসরায়েল।