ঢাকা Thursday, 28 March 2024

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 18:40, 4 August 2021

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২০ কোটি

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ছয় লাখ ৪৪ হাজার ৪৪৬ জন। সুস্থ হয়েছেন চার লাখ ২৩ হাজার ৭১১ জন।

ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা যায়, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি দুই লাখ ৩৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৫৮ হাজার ৪৮২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি পাঁচ লাখ ছয় হাজার ১১ জন।

সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের তৃতীয় ডোজ টিকা দেয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। দেশটির অনেক স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত দুই সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক মৃত্যু দেড় হাজারের বেশি।

চলতি মাসে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ বেড়েছে চীনে। বুধবার দেশটিতে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ বছরে সর্বোচ্চ। সংক্রমণ ঠেকাতে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকার আওতায় এনেছে দেশটির সরকার। এরইমধ্যে করোনার ডেল্টা ধরণ দেশটির ১৬টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। 

করোনা নিয়ন্ত্রণে লকডাউন ও কড়া বিধিনিষেধ জারির পরও সংক্রমণ ঠেকানো যাচ্ছেনা অস্ট্রেলিয়ায়। সিডনিতে মঙ্গলবার করোনায় দুইজন মারা গেছেন। রেকর্ড দুইশ ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় বিধিনিষেধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাসের রিপাবলিকান নেতাদের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ৬৫ দেশে ১১ কোটি করোনা টিকা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এক সপ্তাহ পর ব্রাজিলে করোনায় দৈনিক মৃত্যু আবারও হাজার ছাড়িয়েছে। সংক্রমণ বেড়েছে মালয়েশিয়া, থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশে।